![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/media/imgAll/2024March/bihar-bridge-1711089120.jpg)
বিহারে নির্মাণাধীন সেতু ভেঙ্গে আটকা ৩০ জন, নিহত ১
ভারতের বিহারে একটি নির্মাণাধীন সেতু ভেঙ্গে তার নিচে চাপা পড়েছেন ৩০ জন শ্রমিক। শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে বিহারের সুপলের মারিচা এলাকায় এ ঘটনায় নিহত হয়েছেন একজন। খবর- এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়, ৯৮৪ কোটি রুপি খরচে কোসি নদীর ওপর তৈরি হচ্ছিল এই সেতু।
কিছুদিন আগেই বিহারের ভাগলপুরে প্রায় একইভাবে ভেঙ্গে পড়েছিল একটি নির্মাণাধীন সেতু। তা নিয়ে বিহারের সরকার এবং বিরোধীদলের মাঝে ইতিমধ্যেই বাকবিতণ্ডা চলছে। গঙ্গার ওপর ওই চার লেনের সেতুটি তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙ্গে পড়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নির্মাণাধীন সেতু
- চাপা পড়া