গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট
ফিলিস্তিনি ছিটমহল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি নিয়ে ইসরায়েল-হামাসের চুক্তির আহ্বান জানিয়ে করা এক প্রস্তাবে সমর্থন জানাতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানাবে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব পাস হতে অন্তত নয় সদস্য দেশের সমর্থন লাগবে। আর পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনকে ভিটো দেওয়া থেকে বিরত থাকতে হবে।
জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেইট এভেন্স বৃহস্পতিবার জানিয়েছেন, ১৫ আসনের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ‘দফায় দফায় আলোচনা করে’ যুদ্ধবিরতির প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
এই প্রস্তাব ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আরও কঠোর হওয়ার নিদর্শন বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের।