ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাডুবি, ৬৯ রোহিঙ্গা উদ্ধার
ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে একটি ডুবে যাওয়া নৌকার ভাসমান অংশ থেকে ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, বৃহস্পতিবার যখন তাদের উদ্ধার করা হয় তখন তারা রোদে পোড়া ও পানিশূন্য অবস্থায় ছিলেন।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, নৌকার ভাসমান অংশ থেকে ৯ জন শিশু, ১৮ জন নারী এবং ৪২ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৮০ জন ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।