![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/19/d970983ed2742f87a4b8a14719d9f73b-65f9b181d305b.jpg)
না খেয়ে ওজন কমানোর কৌশল হৃদ্রোগে মৃত্যুর ঝুঁকি বাড়ায়: গবেষণা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৫:২৩
ওজন কমানোর জন্য বেশ জনপ্রিয় একটি কৌশল হলো দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। সাম্প্রতিক এক গবেষণায় এই কৌশলের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ গবেষণার সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।
গতকাল সোমবার মার্কিন শহর শিকাগোতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) লাইফস্টাইল সায়েন্টিফিক সেশন সভায় গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মৃত্যু
- ওজন কমানো
- ওজন নিয়ন্ত্রণ