কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাদের কথাও মনে রাখতে হবে

দেশ রূপান্তর মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১০:৫০

সামনে নতুন বাজেট আসছে। আগের এক লেখায় বাজেটে কৃষি খাতের জন্য বিশেষ বিবেচনার কথা বলেছিলাম। আজ প্রাণিসম্পদের বিষয়ে কিছু লেখার জন্য খোদ সুন্দরবন থেকে সন্দেশ  মিলছে। সুন্দরবনের প্রাণিসম্পদম-লী যা বাবাহকু (বাঘ বানর হরিণ কুমির) নামে স্বশাসিত স্বতঃপ্রণোদিত সংগঠন। এর প্রেসিডিয়াম প্রধান গত পরশু সুন্দরবনের নীলডুমুর রেঞ্জে অবকাশ যাপনকালে সাম্প্রতিককালে লোকালয়ে প্রাণিসম্পদের কতিপয় কর্মকা- ও তাদের প্রতিক্রিয়া নিয়ে সবাইকে চিন্তাভাবনার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।


বাবাহকুর জনসংযোগ বিভাগ বিশ্বের বিভিন্ন স্থানে গরু ও হাতির আচরণ ও তা-ব তুলে ধরে প্রকাশিত কিছু নিউজ কাটিং সংগঠনের প্রেসিডিয়াম প্রধান বাঘ সম্প্রদায়ের বর্ষীয়ান নেতা সুন্দর মিয়ার কাছে উপস্থাপন করা হলে তিনি এই বিবৃতি দেন ।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও