![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/03/21/frederick-shaw-jz6-ptfkiao-unsplash.jpg?itok=kj-dBmnV×tamp=1711022372)
এবারের ফ্লুর ধরন কেমন, কী লক্ষণ দেখা যাচ্ছে
ডেইলি স্টার
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:৩৫
এই মৌসুমে জ্বর, কাশি, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে অনেকের। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর মতো মনে হলেও কোভিড-১৯ বা অন্য কোনো ভাইরাসের কারণেও এটি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবারের ফ্লু সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।
ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কী
ডা. সোহেল মাহমুদ বলেন, সাধারণত ফ্লু বলতে আমরা বুঝি এক ধরনের ভাইরাল জ্বর। ইনফ্লুয়েঞ্জা নামের ভাইরাসের মাধ্যমে জ্বর, কাশি হয়। শ্বাসযন্ত্রের অংশ নাক, গলা এবং ফুসফুস যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় তখন তাকে ফ্লু বলে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে সৃষ্ট ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একটি সংক্রামক রোগ। তবে বিভিন্ন কারণে জ্বর, কাশি হতে পারে। সবগুলো ফ্লু না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফ্লু আক্রান্ত
- ইনফ্লুয়েনজা