টেকনাফে ৫ কৃষক ‘অপহরণ’, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কক্সবাজারে টেকনাফ উপজেলার ‘মুক্তিপণের দাবিতে’ পাঁচ কৃষককে অপহরণের খবর পাওয়া গেছে।
উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বৃহস্পতিবার ভোরে তার ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন-পশ্চিম পানখালী এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২), মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), আব্দু রকিমের ছেলে মোহাম্মদ নুর, মো. ছৈয়দুল্লাহর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান।
কৃষকদের স্বজনের বরাতে রাশেদ মাহমুদ আলী নামের এক ব্যক্তি বলেন, “স্থানীয় কয়েকজন বাসিন্দা পশ্চিম পানখালী পাহাড়ি এলাকা সংলগ্ন ফসলি ক্ষেতে বুধবার রাত থেকে পাহারায় ছিলেন। ভোরে গহীন পাহাড়ি এলাকা থেকে মুখোশধারী একদল ব্যক্তি অস্ত্রের মুখে পাঁচজনকে তুলে নিয়ে যায়।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- অপহরণ
- মুক্তিপণ দাবি