যেভাবে ইয়ারবাডস পরিষ্কার করতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২২:০০

এই সময়ে কানে ইয়ারবাডস গুঁজে গান শোনেন না, এরকম মানুষ কমই আছেন।


তবে বাজে বিষয় হল- এই যন্ত্রে মোবাইল ফোনের মতোই ব্যাক্টেরিয়া ও ময়লা জমে। যদি শব্দ বা সংগীত প্রথম অবস্থার যেমন ছিল সেরকম না মনে হয়, তবে ইয়ারবাডস বা এই ধরনের যন্ত্রে হয়ত জমছে কানের ময়লা আর জন্মেছে ব্যাক্টেরিয়া।


আর ময়লা ইয়ারবাডস ব্যবহারে কানে সংক্রমণও হতে পারে।


কত দিন পরপর পরিষ্কার করা উচিত


যদি প্রতিদিন ব্যবহার করা হয় তবে সপ্তাহে একবার সংক্ষিপ্তভাবে পরিষ্কার করা উচিত।


লস অ্যাঞ্জেলেসের ‘হোয়াইটার হসপিটাল সেন্টার’য়ের প্রচারিত এক পডক্যাস্টে এই পরামর্শ দিয়ে আরও জানানো হয়, এছাড়া আবহাওয়া ও ব্যবহারের মাত্রার ওপর নির্ভর করে মাসে একবার ভালো মতো পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও