কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পায়ের সাহায্যে তৈরি হচ্ছে পাঁপড়! ভিডিয়ো দেখে ক্ষুব্ধ নেটপাড়া

eisamay.com প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১২:৪৮

ভারতীয় খাবার তার অবিশ্বাস্য বৈচিত্র্যের জন্য বিখ্যাত, তরকারি এবং বিরিয়ানি থেকে শুরু করে রাস্তার স্ন্যাকস এবং ডেজার্ট পর্যন্ত। সমৃদ্ধ রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যের পাশাপাশি, কিছু খাবার তৈরির প্রক্রিয়াটিও উপমহাদেশের জন্য অনন্য। যদিও কিছু প্রস্তুতিমূলক পদ্ধতি উদযাপন করা হয়, অন্যগুলি উদ্বেগের কারণ হয়। দেশি পাঁপড় একটি ব্যাপক জনপ্রিয় ক্রিস্পি স্ন্যাকস।


একটি সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিয়োতে এর প্রস্তুতি দেখানো হয়েছে, দর্শকরা উত্পাদন প্রক্রিয়া চলাকালীন দেখা অস্বাস্থ্যকর অবস্থা দেখে বিরক্ত হয়েছিলেন। ডিজিটাল ক্রিয়েটর @দাবাকে_খাও ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে একজন মহিলাকে পাঁপড় তৈরি করতে দেখা যাচ্ছে। তিনি পাঁপড় বাটা মেশানো শুরু করেন - সাধারণত মুসুর ডাল, ছোলা, চাল বা আলুর ময়দা, মশলা এবং নুন সহ - তার খালি হাতে ব্যবহার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে