আপিল বিভাগে ছাদ থেকে পড়ল পানি, ১৮ মিনিট বন্ধ থাকল বিচারকাজ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১১:৩৭
দেশের সব্বোর্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচারকাজ।
এরপর রেজিস্টার জেনারেলসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান সেখানে। তড়িৎ গতিতে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে ফেলা হয় বিচারকদের আসন। ১৮ মিনিট পর সকাল ১০টা ২ মিনিটে আবার বিচারকাজ শুরু হয়।