বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘সাউন্ড লেজার’ তৈরির দাবি বিজ্ঞানীদের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ২১:৪৩
চীনের গবেষকরা সম্প্রতি নতুন একটি ডিভাইস তৈরির দাবি করেছেন, যা শব্দ কণা থেকে লেজার রশ্মি তৈরি করতে পারে।
চীনের চাংশা শহরের ‘হুনান নরমাল ইউনিভার্সিটি’র একদল গবেষক এ ‘সাউন্ড লেজার’টি তৈরি করেছেন। একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আগের যে কোনো ডিভাইসের তুলনায় ১০গুণ শক্তিশালী এটি।
প্রচলিত লেজারে একটি সরু রশ্মিতে ফোটন নামের আলোক কণা উৎপন্ন হলেও এর বিপরীতে নতুন ‘সাউন্ড লেজার’টি থেকে বের হয় ‘ফোনন’ নামের শব্দকণা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- লেজার রশ্মি