গাজার আল-শিফা হাসপাতালে ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজার আল-শিফা হাসপাতালে বুধবার অভিযান চালিয়ে তারা প্রায় ৯০ জন বন্দুকধারীকে হত্যা করেছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করেছে।
গাজায় যুদ্ধের আগে সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল-শিফা। এখন হাতেগোণা যে কয়টি হাসপাতাল আংশিক সচল আছে তার একটিতে পরিণত হয়েছে এই হাসপাতাল। গাজার উত্তরের এই হাসপাতালে বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়ে আছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গত একদিনে সেনারা সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্রের খোঁজ পেয়েছে। হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসক দল এবং চিকিৎসা যন্ত্রপাতির কোনও ক্ষতি সাধন করা হয়নি।”