 
                    
                    বিশ্বের দ্রুততম মানবাকৃতির রোবট তৈরির রেকর্ড
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৪:১৪
                        
                    
                বিশ্বের দ্রুততম মানবাকৃতি বা হিউম্যানয়েড রোবট তৈরি করেছে চীনের ইউনিট্রি রোবোটিকস। ‘এইচ ১ ইভল্যুশন ভিথ্রি.০’ নামের রোবটটি ঘণ্টায় ১১ মাইল বা ১৭ দশমিক ৭ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখতে সক্ষম রোবটটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি আর ওজন ৫০ কিলোগ্রামের চেয়ে কম।
সম্প্রতি ‘এইচ ১ ইভল্যুশন ভিথ্রি.০’ রোবটের একটি ভিডিও প্রকাশ করেছে ইউনিট্রি রোবোটিকস। সেখানে রোবটটিকে গানের তালে তালে নাচার পাশাপাশি দ্রুত দৌড়াতে দেখা গেছে। অন্য প্রতিষ্ঠানের তৈরি কোনো মানবাকৃতির রোবট এত দ্রুত দৌড়াতে পারে না।
 
                    
                 
                    
                 
                    
                