জাপানে ১৭ বছর পর বেড়েছে সুদহার, ইয়েনের দাম চার মাসে সর্বনিম্ন

প্রথম আলো প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৩:৫৩

ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর গতকাল মঙ্গলবার চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক টানা আট বছর ঋণাত্মক সুদহারের ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার পর ইয়েনের এই দরপতন হয়েছে। সব মিলিয়ে ১৭ বছর পর নীতি সুদহার বাড়িয়েছে তারা। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণ হলো, চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভ নীতি সুদহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে জল্পনা-কল্পনা।


বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক টানা অর্থনীতি চাঙা করতে প্রায় দশকব্যাপী মুদ্রানীতির রাশ আলগা রেখে প্রণোদনা দিয়েছে। টানা আট বছর তাদের নীতি সুদহার ঋণাত্মক ছিল। কিন্তু চলতি সপ্তাহে টানা দুই দিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর জাপানের কেন্দ্রীয় ব্যাংক এই ধারা থেকে বেরিয়ে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও