আজ বিশ্ব সুখ দিবস। এই দিনে বিশ্বের সবচেয়ে সুখী কোন দেশের মানুষ তা জানতে ইচ্ছা করতেই পারে আপনার। আর এই মোক্ষম সময়েই প্রকাশ পেয়েছে দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। বরাবরের মতোই সুখী দেশের তালিকার শীর্ষ স্থানগুলি দখল করেছে নরডিক দেশগুলি। কিন্তু সবার ওপরে আছে কোন দেশ?
এবার তালিকায় এক নম্বরে থাকা অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুখী দেশটি টানা সাত বছর ধরে তার অবস্থান ধরে রেখেছে। কেউ কেউ হয়তো উত্তরটা পেয়ে গেছেন, দেশটির নাম ফিনল্যান্ড।