সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য মুখের যত্ন নিন
বিশ্বে প্রতিবছর ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে পালিত হয়। এ দিবসের মূল উদ্দেশ্য জনগণকে সচেতন করে তোলা, যেন মুখের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বব্যাপী সাড়ে ৩০০ কোটি মানুষ মুখের রোগে আক্রান্ত। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে-এর ক্যাম্পেইনে থিম বা প্রচারণার বিষয় হলো-A HAPPY MOUTH...IS A HAPPY BODY. অর্থাৎ সুস্থ মুখে সুস্থ শরীর।
সুস্থ মুখ কেবল স্লোগান নয়, বরং এটি জীবনে চলার একটি দিকনির্দেশনা, যা আমাদের সার্বিকভাবে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই প্রচারণার মাধ্যমে মানুষ যেন সুস্থ মুখের সঙ্গে সার্বিক সুস্থ শরীরের যোগসূত্র বুঝতে পারে এবং দাঁত ও মুখ সুস্থ রাখতে উৎসাহিত হয় এ লক্ষ্যে ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে পালিত হচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- ক্যাম্পেইন
- বিশেষ ক্যাম্পেইন