বৃষ্টিতে নাকাল রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে তীব্র ভোগান্তি
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বিকেলে বেশ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে যানজটও। এমনিতেই ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট থাকে। আজ তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে জলাবদ্ধতা ও যানজটের চিত্র দেখা গেছে।
বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- রাজধানীর যানজট