যেভাবে শিশুর হাতের লেখা সুন্দর হবে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ২৩:৪৪
হাতের লেখা একধরনের শিল্প। ইংরেজিতে একে বলে ‘ক্যালিগ্রাফি’, বাংলায় ‘লিপিকলা’। ছবি আঁকা আমার শখ। আমি ছবি আঁকা শিখি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিই। ঠিক তেমনই হাতের লেখাও আমার শখের কাজ। হাতের লেখা সুন্দর করার জন্য আমি নিয়মিত অনুশীলন করি। যেকোনো কিছুতেই ভালো করতে চাইলে প্রয়োজন অনুশীলন।
আমরা যখন প্রথম লিখতে শিখি, তখন থেকেই সঠিক নিয়ম মানলে কাজটা সহজ হয়ে যায়। আমাদের বাংলা বর্ণমালা খুব সুন্দর; তবে লিখতে গেলে বোঝা যায় ইংরেজির তুলনায় বাংলা বর্ণমালা বেশ জটিল। এ কারণে আমি বর্ণগুলো বারবার সঠিক নিয়মে লেখার অনুশীলন করি।
সঠিক নিয়ম বলতে প্রথমেই বর্ণগুলো ভালোভাবে চিনতে হবে। তারপর খেয়াল করতে হবে বর্ণগুলোর আকার। কোন বর্ণ বড় করে লিখতে হবে, কোনটা ছোট করে, আমি এসব খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। কোনো কোনো বর্ণের মাত্রা আছে, কোনোটায় নেই, কোনোটা আবার অর্ধমাত্রা।
- ট্যাগ:
- লাইফ
- সুন্দর হাতের লেখা