কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা উত্তর কোরিয়ার

যুগান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ২৩:৩৩

যুক্তরাষ্ট্রে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া। দেশটির পূর্ব জলসীমা থেকে এ আক্রমণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতেই ক্ষেপে গেছে উত্তর কোরিয়া। সোমবার রাজধানী পিয়ংইয়ং থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি নিশ্চিত করেছে। 


দুই মাস পর জাপান সাগরের জলসীমায় এ হামলা আবারও চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট থেকে ৮টা ২২ মিনিটের মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো পূর্ব উপকূলে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বে পড়েছে, যার সর্বোচ্চ উচ্চতা ৫০ কিলোমিটার। একে স্পষ্ট উসকানি উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত বৃহস্পতিবার ১০ দিনের বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও