কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন দিন ছুটির পর যানজটে নাকাল রাজধানীবাসী

যুগান্তর ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ২১:১৭

তিন দিনের ছুটির পর আজ সোমবার সকাল থেকে মূল সড়ক ও অলি-গলিতে যানজটে নাকাল রাজধানীবাসী। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল রোববারও শিশু দিবস উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি। এ কারণে স্বাভাবিকভাবেই সারা দিন সড়কে তীব্র যানজট লেগে ছিল। 


রমজানে বদলেছে অফিসের সময় সূচি। মুসল্লিরা যেন কর্মস্থল থেকে বাসায় ফিরে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন সেজন্য ট্র্যাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করছে সড়কে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের বিশেষ নজর থাকায় গত কয়েক দিন যানজট সহনীয় মাত্রায় ছিল। তবে সপ্তম রমজানে এসে এ চিত্র বদলে গেছে। 


কয়েক দিন সড়কের অবস্থা স্বস্তিদায়ক থাকলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন। পাড়া-মহল্লার গলি থেকে শুরু করে ভিআইপি সড়কেও জট লেগে থাকতে দেখা যায়।


সরেজমিন রাজধানীর মোহম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর-১০, আগারগাঁও, কাওরানবাজার, সোনারগাঁও, সাতরাস্তা, মহাখালী, বনানী, কাকলী, বিজয় সরণি, ফার্মগেট, গুলশান-১, গুলশান-২, লিংকরোড, প্রগতি সরণিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যানজটের ভয়াবহ চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও