![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/320x179x1/uploads/media/2024/03/01/358ba5a4820fa6da8334f548a3ff4e5b-65e17a81de4a0.jpg?jadewits_media_id=199001)
বেইলি রোডের ১২ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে
বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ওই এলাকার ১২টি রেস্তোরাঁ ও কফিশপ। এসব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন সম্প্রতি ১২টি রেস্তোরাঁর তালিকাসহ একটি চিঠি দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এরপরই ডিএসসিসি এসব প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। রাজউক ও ডিএসসিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছে।