![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252Fb4a840f4-6715-4ac0-abfc-0e13f26f019d%252Finstagram_Reuters.png%3Frect%3D30%252C0%252C900%252C600%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করে পাঠাবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১১:১৫
ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও আদান–প্রদানের পাশাপাশি পছন্দের বিভিন্ন পোস্টের লিংক পরিচিতদের পাঠান অনেকেই। তবে ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক ব্যক্তির কাছে পোস্টের লিংক পাঠানো বেশ ঝামেলার। ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করে সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব।
শুধু তা–ই নয়, কিউআর কোডের মাধ্যমে চাইলে নিজেদের পণ্যের বিভিন্ন প্রচারণাও চালানো যায়। ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইনস্টাগ্রাম
- কিউআর কোড
- তৈরি