এক বিসিএসে ৫১ মাস

দেশ রূপান্তর প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১০:১২

দীর্ঘ সময়ে ধাপে ধাপে তীব্র প্রতিযোগিতার ধকল আর নিতে পারছেন না ২ হাজার ৫০০ চাকরিপ্রার্থী। সব ধাপেই বাদ পড়ার চরম আশঙ্কা, যা এখনো শেষ হয়নি। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ৫১ মাস আগে চাকরির আবেদন করেছেন তারা। পিএসসি চূড়ান্ত সুপারিশ করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এখনো চূড়ান্ত নিয়োগ দিতে পারেনি।


কবে ৪১তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘শিগগির, যেকোনো দিনে নিয়োগ হয়ে যাবে।’


কিন্তু এই ‘যেকোনো দিনের’ অনিশ্চয়তার ভার বইতে পারছেন না ৪১তম বিসিএসের এ চাকরিপ্রার্থীরা। আর কোনো বিসিএস প্রার্থীকে এত দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গুনতে হয়নি। এর আগে ৩৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ৪৮ মাসে, যা ছিল রেকর্ড সময়। এবার ৩৮তম বিসিএসের রেকর্ডও ভেঙেছে। এর মধ্যেই পার হয়ে গেছে ৫১ মাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও