![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F2fd5d0b0-d733-4a14-9eee-78b99df354d9%252Fputin_kk__.jpg%3Frect%3D2%252C0%252C1997%252C1331%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভূমিধস বিজয় পেতে পুতিন কেন এতটা মরিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কী ফলাফল হবে, সেটা এরই মধ্যে সবার জানা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যান্য প্রতিযোগীর কাছ থেকে খুব সামান্যই প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। কেননা, প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁরই জনসমর্থন পাওয়ার সামান্য সম্ভাবনা ছিল, তাঁর প্রার্থিতার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
সাবেক টেলিভিশন সাংবাদিক ইয়েকাতেরিনা দান্তসোভা গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আবেদন জমা দেওয়ার কিছুদিন পরেই তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।