![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/HzfWsm5/Another-murder-on-busy-road-in-Mirpur.jpg)
ব্যস্ত সড়কে আবার খুন মিরপুরে, দৃশ্য সিসি ক্যামেরায়
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১৯:০৬
ঢাকার মিরপুরের ঘটনা এটি। গতকাল শনিবারের। সিসিটিভি ক্যামেরার ভিডিও চিত্রে ধরা পড়েছে এই দৃশ্য। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত তরুণের নাম মো. ফয়সাল (২৫)। তিনি পল্লবীর মুড়াপাড়া বিহারি ক্যাম্পের বাসিন্দা। পেশায় তিনি কারচুপি কারিগর। আহত হয়েছেন তাঁর বন্ধু রাশেদ। পুলিশ বলছে, এক নারীর সঙ্গে বিরোধের জের ধরে তরুণকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার নাজুমল হাসান প্রথম আলোকে বলেন, হত্যায় আটজন অংশ নেন। আটক হওয়া দুজনকে নিয়ে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক খুন
- সিসিটিভি ফুটেজ