রোদ থেকে ফিরলেই মাথা যন্ত্রণা? মেনে চলুন কিছু নিয়ম

সমকাল প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১৭:৫৯

প্রকৃতিতে একটু  একটু করে বাড়ছে গরম। দিনের বেলায় বাইরে বেরোলেই ঘাম জমছে কপালে। সেই সঙ্গে মাথা যন্ত্রণাও শুরু হচ্ছে। যাদের প্রতিদিন রোদে বেরোতে হচ্ছে, মাথা যন্ত্রণার সমস্যায় তারা বেশি ভোগেন। তা ছাড়া গরমের কারণে ঘুম না হওয়া, মানসিক চাপ বেড়ে যাওয়া, শরীরে পানিরে ঘাটতি ইত্যাদি কারণেও মাথা ব্যথা দেখা দেয়। অনেকেই মাথা ব্যথা শুরু হলেই ওষুধ খান। এটা ঠিক নয়। বরং ঘরোয়া উপায়েও স্বস্তি পেতে পারেন।


মাথা ব্যথা কমাতে কী করবেন-


১. অনেকের ধারণা, মাথা যন্ত্রণা হলেই চা বা কফি খেলে উপকার মিলবে। আসলে কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে উদ্দীপ্ত করে, ফলে ব্যথা কমেছে বলে মনে হয়। এই ধারণা ভুল। উল্টে মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে ক্যাফিন। তাই দ্রুত মাথা যন্ত্রণা সারাতে বরং দূরে থাকুন কফি থেকে।



২. গ্রীষ্মে শরীরে পানির পরিমাণ কমে যায়। পানি ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। মাথাব্যথা তেমনই একটি সমস্যা। তাই বেশি করে পানি খাওয়া প্রয়োজন। সারা দিনে ৮-১০ গ্লাস পানি খাওয়া জরুরি। মাথা ব্যথা শুরু হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। তাতে ব্যথা কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও