প্রতি তিনজনে একজনের বেশি অপ্রাপ্তবয়স্ক ফোনে বেশি সময় ব্যয় করে

প্রথম আলো প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪, ২১:৪৭

অপ্রাপ্তবয়স্কদের স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাত্রা ও প্রবণতা নিয়ে করা একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৪০ শতাংশের বেশি কিশোর–কিশোরী বলেছে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কমিয়ে দেওয়া শুরু করেছে। এই কিশোর–কিশোরীরা এ–ও বলছে যে প্রয়োজনের তুলনায় তারা বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোনে কাটায়। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের হার ৩৮ শতাংশ এবং অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার ২৭ শতাংশ।


নতুন এ গবেষণার ফলাফল নিয়ে কিশোর–কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মুর্থি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম সীমা ১৩ বছর বয়স থেকে বাড়ানো উচিত। অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুপযোগী করে নতুন নিয়ম চালুর চেষ্টা করা হয়েছে। অবশ্য নতুন এসব নিয়ম সেসব অঙ্গরাজ্যে বাধার মুখে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও