ইনবক্সে ‘হাই হ্যালো’, তারপর কী

প্রথম আলো প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪, ১১:৪৪

ফেসবুকে অনেকেই অনেক কারণে অ্যাকাউন্ট খোলে। আমার এক বন্ধু ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিল কেবল প্রেম করার উদ্দেশ্যে। আইডি খোলার পর ওর প্রথম কাজ ছিল মেয়েদের ইনবক্সে ‘হাই’ আর ‘হ্যালো’ পাঠানো। তারপর তেমন কোনো বার্তা ছাড়াই ‘ধর তক্তা মার পেরেক’ স্টাইলে প্রশ্ন করত, ‘তুমি কি সিঙ্গেল?’ বলাই বাহুল্য, আজ পর্যন্ত আমার সেই বন্ধু কোনো প্রেমের সম্পর্কে এগোতে পারেনি। পারবে কী করে? হাই হ্যালোর পর সে আর কথা আগাতে পারে না।


আর ‘কোনো এক অদ্ভুত কারণে’ মেয়েরা সাধারণত ওকে ব্লক করে দেয়। আজকের লেখাটা সেসব ‘অভাগা’ তরুণ–তরুণীর জন্য, হাই হ্যালোর পর যাঁরা কথা খুঁজে পান না বা ‘ভুলভাল’ কথা বলে ফেলে অনির্দিষ্টকালের জন্য ‘প্রেমহীনতার সশ্রম কারাদণ্ড’ ভোগ করেন। চলুন জেনে নিই, হাই বা হ্যালোর পর কীভাবে কথা আগাবেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও