আলোচনার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্তির পথ দেখছে সরকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ২১:০৭

জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও ২৩ নাবিককে নিরাপদে ফিরে পেতে জলদস্যুদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার। জাহাজের মালিক ও বিমাকারী সংস্থাকে আলোচনার কৌশল ঠিক করাসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত হয়। 


তবে জলদস্যুদের কাছ থেকে ছাড়া পাওয়ার আগ পর্যন্ত জাহাজ ও নাবিকদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য জাহাজটির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যেতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে বাংলাদেশ। 


এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত, যুক্তরাষ্ট্র ও সোমালিয়াসহ ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত বিভিন্ন দেশকে অনুরোধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও