You have reached your daily news limit

Please log in to continue


সন্তান জন্মদানের ৫ ঘণ্টা পর সাফজয়ী নারী ফুটবলারের মৃত্যু

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া। তিনি ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ও রাজিয়ার ভাই মো. ফজলুল হক তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ফজলুল হক প্রথম আলোকে বলেন, ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে তাঁর বোন রাজিয়ার বিয়ে হয়। গতকাল রাত ১০টার দিকে বাবার বাড়ি লক্ষ্মীনাথপুরে স্বাভাবিকভাবে রাজিয়া একটি ছেলেসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর রাজিয়া সুস্থ ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফজলুল হক আরও বলেন, দুই ভাই ও তিন বোনের মধ্যে রাজিয়া সবার ছোট। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ জাতীয় নারী ফুটবল দলে খেলেছেন। এর আগে বয়সভিত্তিক দলে দেশে ও দেশের বাইরে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ ও সিঙ্গাপুরে খেলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কারও নিয়েছেন। তিনি বলেন, কালীগঞ্জ উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরে কুশুলিয়া কলেজিয়েট স্কুলে পড়ালেখার পাশাপাশি ফুটবল অনুশীলন করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন