বাংলাদেশি জাহাজটির নোঙর হয়েছে সোমালিয়ার উপকূলে

সমকাল সোমালিয়া প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৬:৫৯

জিম্মি করা ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে গিয়ে নোঙর করিয়েছে জলদস্যুরা। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ জাহাজটি গ্যারাকাদ সংলগ্ন এলাকায় নোঙর করা হয়। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) থেকে তথ্য নিয়ে জাহাজটির এই অবস্থানের তথ্য দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।


সংস্থাটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ‘জাহাজটি গ্যারাকাদ থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে। উপকূল থেকে জাহাজে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে।’ 


অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দস্যুদের কেউ মালিকপক্ষের সঙ্গে এখনও যোগাযোগ করেনি।’


জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রপ। তাদের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘ জাহাজটি সোমালিয়ান উপকূলে নোঙর করার কথা আমরাও জেনেছি। তবে দস্যুদের কেউ এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। নাবিকরা সবাই সুস্থ আছেন। নিরাপদে আছেন। তাদের মুক্ত করার ব্যাপারে কাজ করছি আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও