ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এখনো ছয় হাজারের নিচে
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৪:৩৬
গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। আজ সপ্তাহের শেষ দিন পৌনে তিন ঘণ্টা লেনদেনের পর সূচক ১৫ পয়েন্ট বাড়লেও এখনো তা ছয় হাজারের নিচে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭৪ পয়েন্টে নেমে আসে। বেলা ১২ টা ১৫ মিনিট পর্যন্ত তা ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৯ পয়েন্টে উঠে আসে। ডিএসইএক্সের ৬ হাজার পয়েন্ট এক ধরনের মনস্তাত্ত্বিক সীমা, অনেকে যাকে বাজারের মাইলফলক হিসেবে বিবেচনা করেন।