ইফতারে বা সাহ্রিতে তৃষ্ণা মেটাবে যে দুটি শরবত
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১০:৪৪
উপকরণ: ড্রাগন ফল ১টি, বেদানার দানা ২ চা–চামচ, পাকা কলা ১টি, দই আধা কাপ, দুধ সিকি কাপ ও মধু ২ টেবিল চামচ।
প্রণালি: অল্প কিছু বেদানার দানা বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ঢেলে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর গ্লাসে ঢেলে ওপরে অল্প কিছু বেদানার দানা ছড়িয়ে পরিবেশন করুন।
- ট্যাগ:
- লাইফ
- শরবত
- স্বাস্থ্য উপকরণ
- উপকরণ