![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/14/9b564e4b3f0e4c7bf09ebff854557f8e-65f2579ec6238.jpg)
সোহমের সঙ্গে পরীর টালিউড-যাত্রা শুরু
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১০:৩৮
কয়েক দিন আগেই চিত্রনায়িকা পরীমণি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত। সপ্তাহ না ঘুরতেই ওপার বাংলার সিনেমার বিস্তারিত সামনে আনলেন পরীমণি। গতকাল গণমাধ্যমে জানালেন সিনেমা, পরিচালক ও সহশিল্পীর নাম।
‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে টালিউড-যাত্রা শুরু করছেন ঢাকাই সিনেমার পরীমণি। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পাচ্ছেন সোহম চক্রবর্তীকে। বানাবেন দেবরাজ সিনহা।