You have reached your daily news limit

Please log in to continue


‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’

কোনো এক ছায়াছবির একটা গান ছিল এমন : ‘চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে, জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে।’ আমার কৈশোরের শেষে এসে আগুনঝরা মার্চ, স্বাধীনতার ঘোষণা ও অর্জন সবটুকুই গভীরভাবে দেখেছি। সবকিছু দুচোখ দিয়েই দেখেছি। স্বাধীনতাকে এখন রাজনৈতিক বিজ্ঞাপন হিসাবেও ব্যবহৃত হতে দেখছি।

মাঝখানে দীর্ঘ ৫৩টি বছর জীবন থেকে পেরিয়ে গেছে। আমার কর্মময় জীবনের পুরোটাই নদীর ঢেউয়ের উত্থান-পতনের মতো দেশের উন্নতি-অবনতির ঢেউ স্বচক্ষে গুনছি। রাজনীতিকদের কাজকর্মের ভালো-মন্দ পর্যবেক্ষণ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন