![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F96b8c2b9-8587-41c3-9483-ffc85ddd0f3d%252FChattogram_DH0505_20240313_received_684556260318862.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘জলদস্যুরা মোবাইল নিয়ে নিচ্ছে, আর কথা হবে না’
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১৩:৫১
‘জলদস্যুরা মোবাইল নিয়ে নিচ্ছে, আর কথা হবে না।’ এ কথা বলতে বলতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ছিল মোহাম্মদ শামসুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী ফারজানা সুলতানার শেষ কথা।
শামসুদ্দিন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অয়েলার পদে কর্মরত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। এতে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মোবাইল
- জলদস্যু
- যাত্রীকে জিম্মি