বয়স ৩০ হওয়ার আগেই খাবার টেবিলের এসব শিষ্টাচার শিখে নিন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১২:১২
কারও কারও হয়তো মনে হতে পারে, খাবার টেবিলে কী করব, আর কী করব না, খেতে বসে কনুইটা কোথায় রাখব, কিংবা কাটা বেছে খাব কি না, এসব তো আমার ব্যক্তিগত বিষয়, সেটা জানাটা এমন কী জরুরি। নিজের ঘরে বসে খাওয়ার সময় কথাটা হয়তো ঠিক।
কিন্তু আপনি যখন রেস্তোরাঁয় বা পার্টিতে গিয়ে ঘরের মতো করে খেতে শুরু করবেন, কারও কারও কাছে সেটা দৃষ্টিকটু লাগতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- শিষ্টাচার
- খাবার টেবিল