![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/07/25/1ad04d039a9474765318fb170059997d-60fd07de232e8.jpg)
আমানতে সুদ বেশি, সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকমুখী মানুষ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১১:৩৩
সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকমুখী হচ্ছে মানুষ। সঞ্চয়পত্রের সুদের হারের চেয়ে সম্প্রতি ব্যাংকে আমানতের সুদের হার বৃদ্ধি পাওয়ায় মানুষ ঝুঁকছে সেদিকে। ফলে বিক্রি কমছে সঞ্চয়পত্রের আর আমানত বাড়ছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ২৮৭ কোটি টাকা।
অন্যদিকে, নভেম্বরের চেয়ে গত ডিসেম্বরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ হাজার ২৫৯ কোটি টাকা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমানত
- সুদ
- সঞ্চয়পত্র