পাকিস্তানি প্রলোভনের ফাঁদে বুদ্ধিজীবীরা
প্রলোভন ও ভীতির সাহায্যে বুদ্ধিজীবীদের বিচ্ছিন্ন করার কাজ পাকিস্তান আমলে অবিরাম চলেছে এবং সফলতাও এসেছে এই দরিদ্র দেশে, ভয়ের দেশে। তবে প্রলোভন ও ভীতির বাইরেও পাকিস্তান যে একটা আদর্শভিত্তিক রাষ্ট্র, এ রকম কথা কেউ কেউ বলেছেন নিজেদের বিশ্বাস থেকে।
আমাদের দেশের বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, সবাই না হলেও অনেক বুদ্ধিজীবী পাকিস্তানি প্রলোভনে পড়ে পাকিস্তানবাদীতে পরিণত হয়েছিলেন।
- ট্যাগ:
- মতামত
- পাকিস্তান
- প্রলোভন
- বুদ্ধিজীবী