কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংক একীভূতকরণ: স্বেচ্ছায় ডিসেম্বরের মধ্যে, না হলে মার্চে প্রক্রিয়া শুরু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ২৩:০৫

স্বেচ্ছায় একীভূতকরণের পদক্ষেপ নিতে ব্যাংকগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


এ সময়ের মধ্যে কে কোনটির সঙ্গে একীভূত হবে তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করতে পারবে। তা না হলে মার্চে এ প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলেও আশ্বস্ত করেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।


‘দুর্বল’ ব্যাংকের তালিকা নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার তিনি বলেন, ‘‘স্বতন্ত্র নীরিক্ষক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল্যায়ন প্রতিবেদন ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মার্চ মাসে মার্জার প্রক্রিয়া নিয়ে প্রথম মূল্যায়ন করা হবে। তখন আমরা ঠিক করে দেব কে কার সঙ্গে একীভূত হবে।’’


ব্যাংক একীভূত করার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানের ও স্বচ্ছ প্রক্রিয়ায় হবে মন্তব্য করে তিনি বলেন, ‘পিসিএ’ ও ‘রোডম্যাপ’ ব্যাংক একীভূতকরণের ভিত্তি হবে। এটির ভিত্তিতে দেখা হবে কোন ব্যাংকের ‘আর্থিক স্বাস্থ্য’ কেমন। পিসিএ ও রোডম্যাপ বলে দেবে কে কার সঙ্গে মার্জার হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও