![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/08/20/8c34a9e34598c3981c2832bd82f3ea2f-64e1beb19426c.jpg)
দেশের ৩৮টি ব্যাংক দুর্বল, ৯টি রেড জোনে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১৪:২৪
পরিচালনা-ব্যবস্থাপনার ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারির মধ্যে ৩৮টি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলে ১২টি ব্যাংক নাজুক দশায় রয়েছে। এর মধ্যে চরম নাজুক হওয়ায় ৯টি ব্যাংক রেড জোনে রয়েছে। আর তিনটি ব্যাংক আছে রেড জোনের খুব কাছাকাছি, ইয়েলো জোনে।
কেন্দ্রীয় ব্যাংকের ২০২৩ সালের জুনভিত্তিক ‘ব্যাংক হেলথ ইনডেস্ক (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংক
- দুর্বল
- রেড জোন