বিরোধী রাজনীতি পথ হারিয়েছে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের একটি কথা আছে, ‘পথিক তুমি পথ হারাইয়াছ’। বর্তমানে বিরোধী দলগুলোর অবস্থা দেখে অনেকেই মনে করতে পারেন, বিরোধী রাজনীতি পথ হারিয়েছে।
বেশ কয়েক বছর যাবৎ বিরোধী দলগুলো সময়োচিত যথাযথ কার্যকর ভূমিকা পালন না করার জন্য সংসদের ভেতরে ও বাইরে সরকার সঠিক কাজ করছে না বলে মনে করেন অনেকেই।