কেন দ্রুত বাড়ছে সোনার দাম, ডলারের সঙ্গে কী সম্পর্ক
প্রথম আলো
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১০:২০
বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। মাঝে বছর দুয়েক মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে সোনার দামে সেভাবে বাড়েনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে সোনার দাম এখন দ্রুত বাড়ছে।
এসব কারণ ছাড়াও বাজারের আর কোন কোন ঘটনা সোনার মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলছে, তা দেখে নেওয়া যাক।
হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতের বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। খাদহীন ১০ গ্রাম সোনার দাম দেশটির বাজারে ৬৫ হাজার ২৯৮ রুপি পর্যন্ত উঠেছে। কেবল চলতি মাসের প্রথম ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২ হাজার ৭০০ রুপি করে বেড়েছে। এ পরিস্থিতিতে সোনা বিক্রিতে ভাটা পড়ার আশঙ্কা করা হচ্ছে।