![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/03/11/26f9e89358ebc6d6605bf8a655bfc9c5-65ee9c14a9b2d.jpg)
রোজায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপটান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১৫:৩৩
ত্বক পরিষ্কারের জন্য যখন সাবান আসেনি, তখন সে কাজে প্রাকৃতিক উপাদানই ছিল ভরসা। ত্বক পরিষ্কারের জন্য উপটান সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। শুধু ত্বক পরিষ্কারই নয়, ক্ষতি মেরামত করতেও উপটান ওষুধ হিসেবে কাজ করে।
উপটান হচ্ছে প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। বেসন, ময়দা বা চালের গুঁড়ার সঙ্গে দুধ, কাঁচা হলুদবাটা, লেবুর রস মিশিয়ে এ প্যাক তৈরি করা হয়। প্রয়োজন ও ত্বকের সমস্যা বুঝে উপটানের উপকরণ বদলায়।