You have reached your daily news limit

Please log in to continue


অর্ধশতাধিক শিল্পীর সম্মিলনে শেষ হলো দুইদিনের নজরুল উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তাঁর সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকায় গুলশান সোসাইটি লেকপার্কে গত শুক্রবার শুরু হয় তৃতীয় ‘নজরুল উৎসব’। 

দুই দিনের এ উৎসব শেষ হয় শনিবার। বিকেল ৫টায় সমাপনী আয়োজনে গান পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, ফেরদৌস আরা, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, পায়েল করসহ দুই বাংলার প্রখ্যাত শিল্পীরা। ছিল ওয়ার্দা রিহাবের নাচের আয়োজনও। বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পীর সম্মিলন ঘটে সংগীতজ্ঞ সুধীন দাসকে উৎসর্গ করা এই সংগীত আসরে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন