কুমিল্লায় মোড়ে মোড়ে পাহারা, নতুন মেয়র হলেন তাহসীন

প্রথম আলো কুমিল্লা সদর প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ০৯:৪৭

কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে মোড়ে মোড়ে সরকারদলীয় সমর্থকদের পাহারায় এ নির্বাচন ছিল বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহারের অনুকূলে।


তাহসীন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা ওই কমিটির সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ তাহসীনকে আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থন দেয়।


নির্বাচনে তাহসীন বাহার ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হন। তিনি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটির সাবেক মেয়র মো. মনিরুল হক (টেবিলঘড়ি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। অপর দুই প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট ও নূর-উর রহমান মাহমুদ পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। গতকাল শনিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সোয়া সাতটায় রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ফলাফল ঘোষণা করেন। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও