২০২৯ নাগাদ ‘আসতে পারে’ সুপার ইনটেলিজেন্ট এআই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ১৮:১৩

এরই মধ্যে ‘আর্টিফিসিয়াল জেনারেল ইনটেলিজেন্স (এজিআই)’ শব্দকে জনপ্রিয় করেছেন শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী বেন গোয়ের্টজেল। এখন তার দাবি, ২০২৯ সালের মধ্যেই চলে আসবে সুপার ইনটেলিজেন্ট এআই।


‘সিঙ্গুলারিটিনেট’ নামের এআইভিত্তিক সাইট প্রতিষ্ঠা করেছেন গোয়ের্টজেল, যার লক্ষ্য, একটি ‘বিকেন্দ্রীভূত, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও উপকারী’ এজিআই ব্যবস্থার বিকাশ ঘটানো।


এ বিষয়ে ‘বেনিফিসিয়াল এজিআই সামিট ২০২৪’-এ একটি বক্তৃতা দিতে গিয়ে গোয়ের্টজেল বলেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজেকে আরও উন্নত করতে পারবে।’


এখনও এর বাস্তব রূপ দেখার সম্ভাবনা তৈরি না হলেও এমনটি কেন দ্রুতই ঘটতে যাচ্ছে, সে কারণগুলোর একটি তালিকা তৈরি করেছেন গোয়ের্টজেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও