You have reached your daily news limit

Please log in to continue


কেন্দ্রে না যেতে ভোটারদের হুমকি-ভয় দেখানো হচ্ছে: তানিম

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে একটি পক্ষ হুমকি ও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম।

মহানগর আওয়ামী লীগের এ উপদেষ্টা বলেছেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে যানজট ও জলাবদ্ধতাকে প্রধান্য দিয়ে নগরীর উন্নয়নে পরকিল্পনা গ্রহণ করবেন। 

তানিম ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশির দশকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি-জিএস ছিলেন। জেলা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্রের কমিটিতেও ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এক সময় তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বও পালন।

কুমিল্লা পৌরসভা ভেঙে সিটি করপোরেশন গঠনের পর প্রথম নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তানিম। যদিও সেবার তিনি জনরায় পাননি। নগরীর তরুণ প্রজন্মের মধ্যে তার রাজনৈতিক ভিত্তি রয়েছে। নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন