নাইজেরিয়ার স্কুল থেকে ২৮০ জনকে অপহরণ করল বন্দুকধারীরা
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুরিগা শহরের দুটি স্কুল থেকে ২৮০ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, নাইজেরিয়ার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুল প্রাঙ্গণে অ্যাসেম্বলি চলার সময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী সেখানে ঢুকে পড়ে। অপহৃত শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১৫ বছর। তাদের সঙ্গে একজন শিক্ষককেও অপহরণ করা হয়েছে।
নাইজেরিয়ায় অপহরণকারী চক্রগুলো দস্যু বাহিনী হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোয় কয়েক শ মানুষকে অপহরণ করেছে তারা। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে অপহরণের ঘটনা বেশি ঘটেছে। তবে গত বছর থেকে শিশুদের গণহারে অপহরণের ঘটনা কমতে দেখা গিয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অপহরণ
- শিক্ষক-শিক্ষার্থী