![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252Fe6a178dc-6289-4b35-9708-b93cf9d82e2b%252FUntitled_7.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মাথা দিয়ে ১৪ মিনিট ধরে আকাশে দুই বেলুন ওড়ালেন তিনি
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের এক ব্যক্তি মাথা দিয়ে দুই বেলুনকে দীর্ঘ ১৩ মিনিট ৫৮ সেকেন্ড আকাশে ভাসিয়ে রেখেছেন। আশা করছেন, তাঁর এই কারিকুরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে তাঁর নাম লেখাবে। এর আগে ২০১৮ সালে তিনি একইভাবে দুটি বেলুনকে মাথার সাহায্যে ৩ মিনিট ১২ সেকেন্ড আকাশে ভাসিয়ে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছিলেন।
২০১৯ সালে ডেভিড রাশ নামের এই মার্কিন নাগরিকের রেকর্ড হাতছাড়া হয়ে যায়। ৬ মিনিট ৩০ সেকেন্ড মাথার মাধ্যমে একইভাবে আকাশে ভাসিয়ে রেখে আরেক ব্যক্তি রাশের রেকর্ড ছিনিয়ে নিয়েছিলেন।
রাশ লিখেছেন, ‘এই রেকর্ড গড়তে দক্ষতা, সমন্বয় ও নিবিড় মনোযোগের দরকার।’ তিনি লিখেছেন, ‘একটার পর একটা বেলুনকে মাথা দিয়ে মারতে হয়। একটি ওপরে উঠলে আরেকটির দিকে মনোযোগ দিতে হয়। এভাবে চলতে থাকে।’